স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আ’লীগ সংসদীয় দলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা হওয়ার কথা।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সভায় দশম জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল ১০টা ২০ মিনিটে শপথ নেন। শপথ নিয়ে তারা সংসদ ভবনের ৩য় তলায় অবস্থান করছেন। সেখানে সংসদরে পক্ষ থেকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।