বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের নজরদারি জোরদার
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ-ভারতের ত্রিপুরা, আসাম, মিজোরাম ও মেঘালয়ের সীমান্ত-সংলগ্ন বাংলাদেশী অঞ্চলসমূহে কোন সমস্যার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বিএসএফের কাছে না থাকলেও, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশী ভূখণ্ডে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলার তথ্য রয়েছে বলে জানিয়েছ বিএসএফ-এর কর্মকর্তা।
ভারতীয় বিভিন্ন রাজ্য-সংলগ্ন স্পর্শকাতর এলাকাসমূহে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের ৫টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।
সম্প্রতি বাংলাদেশের যশোর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ২ শতাধিক ঘরবাড়ি, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে ও লুটতরাজের ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক সংবাদ সম্মেলনে গভির হতাসা এ উদ্বেগ প্রকাশ করেছে।