পদ্মাসেতুর কাজ শুরু হবে জুনে: কাদের
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বহুল আলোচিত পদ্মা সেতুর কাজ চলতি বছরের জুন মাসেই আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী। তাই এই স্বপ্ন পূরণে আ’লীগ সরকার বদ্ধ পরিকর।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সেতুভবনে পদ্মাসেতুর দরপত্র জমাদানের শেষ দিন এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আজ এ সংবাদ সম্মেলনে দেশের নানা প্রতিকূলতার মধ্যে একটি সুখবর দেয়া হবে। আর সেটি হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মাসেতু। আগামী জুনেই এর কাজ শুরু হবে। সেতুতে রেল ও সড়ক উভয়পথই থাকবে। কাজটি শুরু করতে এর মধ্যে আমরা প্রায় ৯৯শতাংশ কাজ সম্পন্ন করেছি।’
মন্ত্রী আরো বলেন, ‘পদ্মার মূল ব্রিজ ও রেল ব্রিজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩শ’ ২৯ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৯হাজার ১৭২ কোটি টাকা।’
যোগাযোগমন্ত্রী জানান, দরপত্র জমাদানের শেষ দিন (বৃহস্পতিবার) তিনটি প্রতিষ্ঠান মূলসেতুর দরপত্র জমা দিয়েছে। এগুলো বিশ্বব্যাংক নির্ধারিত কনসালটেন্সি ফার্মে পাঠানো হবে।