শুক্র,শনি অবরোধ স্থগিত,রোববার থেকে শুরু
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১০ ১:০৬:২০ পূর্বাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সারা দেশে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুক্র ও শনিবারের জন্য স্থগিত করা হয়েছে। তবে রোববার থেকে আবার লাগাতার চলবে ১৮ দলের এ কর্মসূচি।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
৫ জানুয়ারির ভোট ঠেকাতে ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ পালনের ডাক দেয় ১৮ দল। ভোটের পর এক সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিলের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ওসমান ফারুক।