আবদুল হামিদস্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।”

এর আগে সন্ধ্যা ছয় টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবন পৌঁছান এবং সাড়ে ৭টার দিকে বঙ্গভবন থেকে বের হয়ে আসেন। তার সঙ্গে দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী রোববার নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে বলে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

ইতিমধ্যে বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের নতুন সাংসদরা সংসদ ভবনে শপথ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।