সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বিষাক্ত স্পিরিটপানে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের সবদের আলীর ছেলে আব্দুস সাত্তার (৪৮), গাজিউল রহমানের ছেলে আকরাম হোসেন (৪২), একই এলাকার সাইদুল ইসলাম (৪৭)। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারের আব্দুস সাত্তার (৪৮), আকরাম হোসেন (৪২) ও সাইদুল ইসলাম রেকটিফাইট স্পিরিট পান করেন। এর কিছুক্ষণ পরে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সাত্তার ও আকরামকে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সাত্তারের মৃত্যু হয়।
এসময় আকরামকে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয় ও সাইদুল ইসলামকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়।
পরে গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।