সিইসিস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ঠেকানো যায়নি। আমরা সহিংসতা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করেছি। আইন-শৃঙ্খলা বাহিনী সারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট সহযোগীতা করেছেন।

শনিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

কাজী রকিব বলেন, ‘দেশের প্রধান একটি রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পাশাপাশি নির্বাচন প্রতিহতের ঘোষনা দেয়ায় সহিংসতা ঠেকানো যায়নি।’

একইসঙ্গে সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান সেনা অবস্থানের কথা ছিল ৯ জানুয়ারি পর্যন্ত কিন্তু তারা এখনো কেন অবস্থান করছেন।

এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘যে আটটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে সে আসন সংশ্লিষ্ট এলাকাগুলোতে সেনাবাহিনী নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছে। আর বাকি এলাকাগুলোতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছে।’ ১৬ জানুয়ারি যে ৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসি। উল্লেখ্য, ১৬ জানুয়ারি আটটি আসনের ৩৯২টি কেন্দ্র নির্বাচন অনুষ্ঠিত হবে।