অভিনেত্রী কালকির পরকীয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন!
ঢাকা: মাত্র কিছুদিন আগে বলিউড অভিনেত্রী কালকি কোচলিন এবং পরিচালক অনুরাগ কাশ্যপ ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে তারা কিছুদিন আলাদা থাকবেন। ঘোষণানুযায়ী দু’জন আলাদা থাকাও শুরু করেছেন।
কিন্তু এরমধ্যেই হঠাৎ খবর চাউর হতে শুরু করেছে কালকি কোচলিন নাকি নতুন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে ঘুরেফেরা করছেন।
নতুন প্রেমিকের সঙ্গে ঘুরাফেরার মুহূর্তগুলো ধরাও পড়েছে বেশ ক’জন সাংবাদিকদের ক্যামেরায়। অভিযোগ উঠেছে অনুরাগের স্ত্রী কালকি কী নতুন প্রেমে পড়েছেন, নাকি পরকীয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন?
তবে কালকি নতুন প্রেম বা পরকীয়ার বিষয়গুলো অস্বীকার করছেন। তিনি পাল্টা অভিযোগ করছেন, এগুলো বাপ্পারাজিদের ক্যামেরা ম্যাজিক।শুধু কালকি কোচলিনই নয়, বিষয়টি অস্বীকার করছেন তার স্বামী অনুরাগ কাশ্যপও।
উল্লেখ্য, ২০০৯ সালে অনুরাগের ছবি ‘দেব ডি’তে আধুনিক চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন কালকি কোচলিন। এই ছবির শুটিংয়ের সময়ই দু’জনার সম্পর্কের শুরু। ২০১১ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তারা। এর আগে আরতী বাজাজকে বিয়ে করেছিলেন অনুরাগ।