গণভবনে জাতীয় পার্টিস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: সংসদ সচিবালয় সব নাটকের অবসান ঘটিয়ে অবশেষে বিরোধী দলীয় নেতা কে হবেন তারই চুড়ান্ত গেজেট ইতিমধ্যে পকাশ করেছেন। দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জাপা দলীয় সাংসদ রওশন এরশাদের নাম গেজেট  আকারে প্রকাশ করেছে।

শনিবার বিকেলে প্রকাশিত জাতীয় সংসদের চূড়ান্ত গেজেটে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের জাপাদলীয় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তবে ওই দিন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নেননি। জাপার সংসদীয় দলের বৈঠকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেয়া হয়।

বৃহস্পিতবার রওশন এরশাদ সংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন, এরশাদ তাকে বিরোধীদলীয় নেতা হতে বলেছেন।

শনিবার জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদ হিসেবে শপথ নেন। এর কিছুক্ষণ পর জাপার কয়েকজন সাংসদ তাদের সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত স্পিকারকে জানান।

দশম জাতীয় সংসদে জাপার মোট সদস্য ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ জন এবং ৫ জানুয়ারির নির্বাচনে ১৩ জন নির্বাচিত হন।