ঢাকা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সরকার গায়ের জোরে নির্বাচন করে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়।
বিরোধী দলীয় নেতাকর্মীদের কোথাও মিছিল-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকার যদি এ পথ পরিহার না করে, তালেবান স্টাইলে রাষ্ট্র চালানোর চেষ্টা করে তাহলে আমরা আফগান হয়ে যাবো।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি-বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিবিসির সংবাদদাতা আকবর হোসেন।