স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে সাড়া দিয়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।
রবিবার দুপুর ২টা ২০ মিনিটে কানাডিয়ান রাষ্ট্রদূত হিদার ক্রুডেনের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা।
সকাল সাড়ে ৯টায় ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটিতে অংশ নেন ব্রিটেন, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক ও স্পেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।