মনমোহনের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ৮:৪১:৫৭ অপরাহ্ন
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনসহ তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জায়িছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন মনমোহন সিং। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস উপ-সচিব আশরাফুল আলম খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের বাংলাদেশকে বলেন, ‘এ বিষয়টি আমরা জানা নেই।’
শেখ হাসিনার নতুন সরকারের সাফল্য কামনা করে মনমোহন সিং বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে বাংলাদেশের জনগণের সাফল্য কামনা করছি আমি।’