সৌদি ও কুয়েত রাষ্ট্র দূতের সাথে সাক্ষাৎ খালেদার
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ১২:৩৬:০৯ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি ও বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইবরাহীম আল দোফাইরির সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপি মিডিয়া উইং সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র এই সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত করে জানিয়েছে, খালেদার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।