স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, “যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে পাকিস্তানের লেজুরবৃত্তি করে তাদের সঙ্গে কিসের সমঝোতা।
আপনারা আন্দোলনের নামে দেশে সন্ত্রাসী কর্মকান্ড চালাবেন তা সরকার মেনে নিবে না।এ সরকার জঙ্গীবাদ চিরতরে নির্মূল করবে। সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রি বিএনপিকে কেন্দ্র করে এ কথা বলেন।
লতিফ সিদ্দিকী বলেন,‘গণতন্ত্রের আশা-আকাঙ্খার প্রতীক যারা তাদের সঙ্গে কেবল সমঝোতা হয়।” অর্থনৈতিক মুক্তি ও প্রযুক্তিগত প্রসারের আশাবাদ ব্যক্ত করেন নতুন এই মন্ত্রী।
প্রসঙ্গত, রোববার শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরয হয়। এতে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয় দেয়া হয় আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতাকে। এর আগে নির্বাচনকালীন সরকারের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন লতিফ সিদ্দিকী।