দপ্তরে এসেই রেগে গেলেন, মন্ত্রী মহসীন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ২:২৩:০৩ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: প্রথম দিনে দপ্তরে উপস্থিত হয়েই ক্ষেঁপে গেলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। এক সাংবাদিক বিএনপিকে নিয়ে প্রশ্ন করার কারণে তিনি রেগে গেলেন।
সোমবার দুপুরে সচিবালয়ে বিএনপিকে ছাড়া সরকার গঠন করা হলো, এ সরকার কতটুকু স্থায়ী হবে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নতুন এ মন্ত্রী রেগে গিয়ে বলেন, ‘হু ইজ বিএনপি।
নির্বাচনে আসল না কেন। দেয়ার মিসটেক প্লেন, পাবলিক উইথ মি।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সরকারের গুরু দায়িত্ব আমার ওপর সমাজের কল্যাণ করা। এক্ষেত্রে যুদ্ধ করেছি সমাজের জন্য কাজ করেছি।’