স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে যেতে হয়েছে অসুস্থ না হয়ে এমন অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম ও সোহেল রানা।
সোমবার সকালে বারিধারায় এরশাদের বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তারা।
সালমা ইসলাম বলেন, পার্টির চেয়ারম্যান এরশাদ সুস্থ আছেন, ওনাকে অসুস্থ বলে বিভিন্ন মিডিয়ায় যে প্রচার চালানো হচ্ছে তা সঠিক নয়।
সোহেল রানা বলেন, এরশাদকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে এটা সত্য নয়।
তিনি বলেন, পার্টি চেয়ারম্যান এরশাদ হাসপাতাল থেকে ফিরে বিশ্রামে আছেন। বিশ্রাম শেষে এরশাদ সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন বলে জানান সোহেল রানা