দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ৫:৪৮:১০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৯ জানুয়ারি প্রথম অধিবেশন ডেকেছেন। এটা দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ। ইতিমধ্যে দশম জাতীয় সংসদের সদস্য ও নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিয়েছে।