স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক সোমবার দুপুর ২টার দিকে এ আদেশ দেন।আ স ম হান্নান শাহকে মতিঝিলের দু’টি মামলায় ও রুহুল কবির রিজভীকে পল্টনের একটি মামলায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
আসামিপক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ সিয়া।