মুজাহিদুল ইসলাম জাহিদ,জাবি: সুপ্রাচীন নাট্য-ঐতিহ্যের গর্বিত উত্তরাধিকার বাঙলার এ শিল্প উর্বরভূমি। অথচ ঔপনিবেশিক অনভিপ্রেত অভিঘাতে বাঙলা-নাট্যেও স্বাভাবিক বিকাশপথ হয়েছিল মধ্যখন্ডিত।
বাঙলার ইন্দ্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর-ই প্রথম উপনিবেশ-উত্তরকালে ঐতিহ্যের ধারায় বাঙালির আধুনিক নাট্যরীতিসূত্র অনুধাবন এবং তা উদ্ভাবন করতে পেরেছিলেন।
তারই ধারাবাহিকতায় আরও অনেকের সানুরাগ ভালোবাসায় লালিত হয়ে পরবর্তিতে সেলিম আল দীন- এর আজীবন পুণ্যশ্রমে বাঙালির স্বকীয় অত্যুজ্জ্বল নাট্যরীতি হয়েছে দিগন্তবিস্তৃত।
আজ ১৪ জানুয়ারী ২০১৪ খ্রিষ্টাব্দ সেই মহান নাট্যচার্য সেলিম আল দীন- এর ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যচার্যে সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে পালিত হয়েছে এ নাট্যগুরুর ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী।
মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে দেশের প্রখ্যাত সব সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নাট্যচার্যের সমাধিতে এসে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ হয়।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমেদ, নাট্যচার্যের পরিবারের সদস্যরা সহ দেশের বিখ্যাত প্রায় ২৫ টি সাংস্কৃতিক সংগঠন উপস্থিত ছিলেন।