নিবার্চিত হতে যাচ্ছেন আমুস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই তাদের এখন কূটনীতিকদের ওপরে ভরসা করে এগুবার চেষ্টা হচ্ছে।

দেশের জনগন হানাহানি চায়না তারা শান্তি চায়।কারণ দেশের মানুষ শান্তি প্রিয়।বিএনপি’র সবচেয়ে বড় ভুল তারা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এখন সেটা হাড়ে
হাড়ে টের পাচ্ছে।তাই বিএনপি এখন বিদেশীদের দ্বারস্ত হচ্ছে।

মঙ্গলবার সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমু।

তিনি বলেন, “আমাদের দেশের একটি নিজস্বতা রয়েছে, আমাদের দেশটি সংবিধান অনুযায়ী পরিচালিত হয়।”

নতুন সরকারের মেয়াদের বিষয়ে মন্ত্রী বলেন, “যখন একটি নিবার্চন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনকালীন যারা জয় লাভ করে তাদের মেয়াদ পাঁচ বছরই থাকে। আমরা মনে করি প্রত্যেকটি দেশেরই আমাদের পক্ষে সমর্থন আছে, সমর্থন থাকবে এবং সমর্থন আসবে।”

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী