এরশাদ ৪২ দিন পর বনানী কার্যালয়
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক মাস ১২ দিন পর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গেছেন। বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি বনানী কার্যালয়ে পৌঁছান।
এসময় তিনি কার্যালয়ে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরশাদ কার্যালয়ে যাচ্ছেন খবর পেয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও বনানী কার্যালয়ে উপস্থিত হন।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ৩ ডিসেম্বর তিনি বনানীর পার্টি অফিসে এসেছিলেন। সেদিন তিনি কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে করে দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
৩ ডিসেম্বর কার্যালয় ত্যাগের পর তিনি ২৬ ঘণ্টা আত্মাগোপনে থেকে বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজ বাসভবনে ফেরেন।
১২ ডিসেম্বর তাকে অসুস্থ দেখিয়ে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরমাঝে ১১ জানুয়ারি হাসপাতাল থেকেই সাংবাদিকদের এড়িয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ১২ জানুয়ারি নবগঠিত মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ বাসায় ফেরেন হুসেইন মুহম্মদ এরশাদ