খালেদা হোটেল ওয়েস্টিন থেকে সংবাদ সম্মেলন করবেন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৫ ২:৫৪:৪১ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন হবে বিকেল ৪টায়।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এ সংবাদ সম্মেলন করার বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদ জানিয়েছিলেন, ২/১ দিনের মধ্যে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন হবে।