হঠাৎ হাসিনা-এরশাদের বৈঠক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৫ ৭:৪০:৫১ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীরশেখ হাসিনার সাথে এরশাদের বিরোধী দল হওয়ার পর প্রথমস বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির সূত্র এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং এরশাদের কথায় যারা নির্বাচনে অংশ নেয়নি, তাদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন।
এদিকে বুধবার দীর্ঘ ৪৩ দিন পর বনানীর দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। তবে তিনি এ সময় মিডিয়ার কারও সঙ্গে কথা বলেননি।