সাভারে ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: র্যাব-৪ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে সাভারের খাগান এলাকা থেকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- ওই গ্রামের ইয়াবার ডিলার আলমগীর হোসেনের স্ত্রী তানজিনা আক্তার (২৬) এবং তানজিনা ভাই হেলাল উদ্দিন (২০)।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৪ নবীনগর ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সিপিসি-২ এর একটি বিশেষ দল বুধবার সকালে সাভারের খাগান এলাকার ইয়াবার ডিলার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মেঝের টাইলস এবং আলমারীর নিচে থাকা চোরাই পকেট থেকে ৭৮০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ এক লাখ ৫ হাজার ১১০ টাকাসহ ইয়াবা সেবনের বিবিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আলমগীর পালিয়ে গেলে তার স্ত্রী ও সালাকে আটক হরা হয়েছে।