সাত আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: সিইসি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৫ ৮:১৪:২৯ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, বৃহস্পতিবার সাত আসনে স্থগিত কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসি বলেন, আগামীকালের নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট এলাকায় ৫ জানুয়ারির চেয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব কেন্দ্রে বেশি সংখ্যক আইন-শৃংখলা সদস্য মোতায়েন করা হয়েছে।
তারা আমাদের পরিস্থিতির উন্নতির বিষয় নিশ্চিত করেছে। আশা করছি- এ নির্বাচনে ৫ জানুয়ারির মত সহিংসতার পুনরাবৃত্তি হবে না।
কুড়িগ্রামের নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আদালতের আদেশ। আদালতের আদেশ অনুযায়ী স্থগিত হয়েছে । পরবর্তীতে যথাসময়ে নির্বাচন হবে।