স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনকে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
বুধবার গেজেটটি বিজি প্রেস থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) পৌঁছায়।গেজেটে বলা হয়, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করায় ৮ জানুয়ারি থেকে তার নির্বাচিত আসনটি শূন্য ঘোষণা করা হলো।
দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর গোপালগঞ্জ-৩ রেখে বাকি আসনটি ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে এ সংক্রান্ত একটি চিঠি ৮ জানুয়ারি ইসি সচিবালয়ে পাঠানো হয়। শেখ হাসিনার নিজ হাতে লেখা চিঠিটি নিয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ সেলিনা রহমান।
বুধবার আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।