স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: নানা জল্পনা-কল্পনার ও নাটকীয়তার অবসান শেষে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা দীর্ঘ দেড় মাস পর খুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম কার্যালয়ে প্রবেশ করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো বাধা দেয়নি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংলাপের ক্ষেত্র প্রস্তুতের পূর্ব শর্ত হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নয়াপল্টন কার্যালয় খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন। এর একদিন পরেই তালামুক্ত হলো দলের কেন্দ্রীয় কার্যালয়টি।
দীর্ঘ দেড় মাস ধরে কার্যালয়ের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালনকারী পুলিশের সাদা পোশাকধারী সদস্যরাও এখন আর নেই। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে নয়াপল্টন এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এখন থেকে বিএনপির কার্যালয়ে আসতে আর বাধা নেই।