ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের চার্জশিট অনুমোদন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৬ ৬:৫৪:৪৬ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ এক হাজার ১৮২ টাকা আত্মসাৎ এবং তা পাচারের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে ডেসটিনির বিরুদ্ধে দায়ের করা ওই দুটি মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্যি আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-আর-রশিদ এবং ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ দুই মামলার মোট ৬৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৪ জন উভয় মামলার আসামি।