ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়লেন হার্ড- জনি ডেপ
ঢাকা: হলিউড অভিনেত্রী আম্বার হার্ডকে বিয়ে করবেন হার্টথ্রব মার্কিন অভিনেতা জনি ডেপ। চলতি বছরই তাদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সোমবার লসঅ্যাঞ্জেলসের একটি রেস্টুরেন্টে এ তারকাজুটিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
এ সময় হার্ডের অনামিকায় ভারী ডায়মন্ডের আংটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, হয়তো অল্পদিনের মধ্যেই তাদের বিয়ের বাদ্য বেজে উঠবে।
এর আগে ১৯৮৫ সালে লরি অ্যানি অ্যালিসনের সঙ্গে ডেপের বিচ্ছেদ ঘটে। এরপর কেট মস, ভেনেসা প্যারাডিসসহ বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। কিন্তু কাউকেই তিনি বিয়ে করেননি।
২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ ছবিতে কাজ করার সময় হার্ডের সঙ্গে পরিচয় হয় ডেপের। তবে তাদের এই সম্পর্কে বারবার ছেদ পড়েছে।
এক সময় ডেপের ওপর ক্ষুব্ধ হয়ে একা থাকার সিদ্ধান্ত নেন হার্ড। তবে ডেপ হাল ছাড়েননি। হার্ডের মত পরিবর্তন করানোর জন্য প্রতিদিন স্বরচিত একটি কবিতা এবং একগুচ্ছ গোলাপ পাঠাতেন তিনি। নিজের কেনা একটি দ্বীপের নামকরণও করেন প্রেমিকা আম্বার হার্ডের নামে।