‘দূরে কি থাকা যায়’ হেমার প্রথম অ্যালবাম
ঢাকা: প্রকাশিত হল কণ্ঠশিল্পী মিতুয়া হেমার প্রথম অ্যালবাম ‘দূরে কি থাকা যায়’। মিশ্র ধারার অ্যালবামটির সংগীতায়োজন করেছেন রাজীব হুসাইন।
হেমা জানান, অ্যালবামে গান রয়েছে ১০টি। গানের শিরোনামগুলো হল, ‘মায়াবী চোখে’, ‘জানে মন’, ‘মন ভাঙার সময়’, ‘ভিজে ভিজে ভালোবাসা’, ‘নূরী বাবা’, ‘দূরে কি থাকা যায়’,
‘স্বপ্নডাঙার বাড়ি’, ‘ঢাকাইয়া মাইয়া’, ‘ইয়া হাবিবি’, ‘কমলা সুন্দরী’। গানের কথা লিখেছেন এ. মিজান, সান্তনা মিঠু, রাজীব হুসাইন, সাবরিনা, কিবরিয়া রনি, তৌসিফ ও মাহমুদ আকাশ।
সুর ও সংগীত করেছেন রাজীব হুসাইন, মাসুম, নাদিম, তৌসিফ, ইলিয়াস হোসেন ও রাফি।‘মায়াবী চোখে’, ‘জানে মন’, ‘ভিজে ভিজে ভালোবাসা’, ‘দূরে কি থাকা যায়’, ‘স্বপ্নডাঙার বাড়ি’ শিরোনামের গানে সহশিল্পী হিসেবে কাজ করেছেন কাজী শুভ, ইলিয়াস হোসেন, তৌসিফ ও রাজীব।
হেমা বলেন, “আমার প্রথম অ্যলবাম এটি। মিশ্র ধারার অ্যালবামটিতে বর্তমান সময়ের উপযোগী সুর ও তাল খুঁজে পাবেন শ্রোতা। একেক ধারার গান হলেও রাজীবের সংগীতায়োজনে সেগুলো একই সুতোয় গাঁথা মনে হবে।”