টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরহী নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতের নাম শ্রীবাস চন্দ্র সরকার (২২)। আহত অপর আরোহী আমির হামজাকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গোড়াইতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রীবাস চন্দ্রের বাড়ি উপজেলার চানপুর গ্রামে এবং আহত আমির হামজার বাড়ি একই উপজেলার লতিফপুর গ্রামে।
জানা যায়, সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে তারা গোসাগপাড়া বাজারে আসার সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই শ্রীবাস মারা যান।আহত আমির হামজাকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি।