নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য: জাফর
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান কাজী জাফর বলেছেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের ইস্যুতে যুগপৎভাবে আন্দোলন করতে পারি। যেভাবেই হোক সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবিতে ১৮ দলের সাথে যুগপৎভাবে আন্দোলনের কথা উল্লেখ করেন তিনি।
শনিবার রাত সোয়া ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত কর্মসূচিতে আমাদের সমর্থন রয়েছে। আমরা ২০ ও ২৯ তারিখের কর্মসূচিতে অংশ নেব।
বৈঠক প্রসঙ্গে কাজী জাফর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় ঐক্যের বিষয়েও কথা হয়েছে।