আব্বাস, গয়েশ্বর, খসরুর আগাম জামিনের আবেদন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৯ ১:৫৫:৪৬ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিন নেতার জামিন আবেদন করা হয়েছে।
তিন নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরুর বিরুদ্ধে দায়ের করা ১৬ মামলায় আগাম জামিনের জন্য আবেদন করা হয়।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান এ আবেদন দায়ের করেন।
মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রাজধানীর রমনা, পল্টন ও শাহবাগ থানায় সম্প্রতি কয়েকটি সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয় এবং আমির খসরুর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছিল।