ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।
মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান পারুলী আক্তার বিষয়টি আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে হারুন মাতব্বর তার মেয়ে রেবাকে নিয়ে সদরপুরে যাচ্ছিলেন ব্যাংক থেকে টাকা তোলার জন্য।
পথে জাহানপুরে পৌঁছলে একটি বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেয়ে রেবা নিহত হন।
মারাত্মক আহত অবস্থায় ট্রাফিক কনস্টেবল হারুন মাতব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির জানান, মৃতদেহ থানায় আনা হয়েছে।