ইনকিলাব বন্ধের প্রতিবাদে সৌদি সাংবাদিকদের প্রতিবাদ
সাইফুল অপুর্ব,সৌদি আরব: বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা ইনকিলাব কে অন্যায় ভাবে সিল-গালা করে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছে সৌদি আরব সাংবাদিক ফোরাম।
ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক মামুন রশীদের পরিচালনায় ও সাইফুল ইসলাম অপুর্ব এর কোরআন তেলোয়াতের মাধ্যমেসভা শুরু হয় ।
সৌদি আরব সাংবাদিক ফোরাম সভাপতি এটীএন বাংলা ও আরটিভির সৌদি আরব ব্যুরো চীফ মোহাম্মাদ আবুল বশীর এর সভাপতিত্তেসভায় বক্তব্য রাখেন,
ফোরামের সহ-সভাপতি দৈনিক আরব নিউজ এর ফটো সাংবাদিক ইকবাল হোসেন , প্রচার সম্পাদক আজকের বাংলাদেশ এর সৌদি আরব ব্যুরো চীফ সাইফুল ইসলাম অপুর্ব ,অর্থ সম্পাদক বাংলাভিশন রিয়াদ প্রতিনিধি আলহাজ্ব আবু সাইদ,যুগ্নসাধারন সম্পাদক ও নতুন বার্তা রিয়াদ প্রতিনিধি মামুন রশীদ, অনলাইন বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি জহির সোবাহান, দৈনিক খবরগ্রুপের রিয়াদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম,
সহ-অর্থ সম্পাদক দৈনিক সিলেট বার্তা প্রতিনিধি কামাল হোসেন বাঙ্গালী, মহিলা বিষয়কসম্পাদক নাইন নিউজ প্রতিনিধি মিসেস রওশন আরা ,সহ বিভিন প্রবাসী ব্যবসায়ীরা । সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার যেই ভাবে মিডিয়ার উপর অন্যায় ভাবে নির্যাতন করছে, তাদের ব্যাক্তি স্বাধীনতা কে লুটে নিচ্ছেবিগত দিনে কোন সরকার এমন আচারন গন-মাধ্যম এর প্রতি করে নাই ।
তাই বক্তারা সরকার কে হুসিয়ারী করে বলেন গনমাধ্যমের উপর নির্যাতন করে বিগত দিনে কোন সরকার টিকে থাকতে পারে নাই। সেই ভেবে অচিরেই বন্ধ থাকা ইসলামী টিভি,দিগন্ত টিভি, চ্যানেলওয়ান, আমার দেশ ও ইনকিলাব খুলে দেওয়ার জোর দাবি করেন ।
সেই সাথে সাংবাদিক দের উপর সকল প্রকার নির্যাতন বন্ধ করা । সাগর-রুনির খুনিদের খুজে বের করে দ্রুত শাশ্তি দেওয়ার আহবান জানান সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতারা …।
এ সময় বর্তমান সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাচানুল হক ইনুকে ইঙ্গিত করে সাংবাদিক নেতারা বলেন “যে গণকণ্ঠের ইনু একসময় গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতেন সেই ইনু
আজ গণমাধ্যমের প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়েছেন।”।
তাই তাকে সাংবাদিকদের কাছে,জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান ,অন্যথায় এর জবাব গন-মাধ্যম কর্মীরাই আপনাকে দিবে।