BNP_Partyস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে। এ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমশিনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। গত বুধবার ঢাকা মহানগর এবং পরদিন বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দুটি আবেদন করা হয়। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

অপরদিকে ডিএমপির একটি সূত্র জানিয়েছে, বিএনপির এই সমবেশের ব্যাপারে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হতে পারে। এর আগেও শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। পুলিশের শর্ত মেনে সমাবেশ করতে চাইলে অনুমতি মিলতে পারে বলে জানায় সূত্রটি।

এদিকে বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সমাবেশের অনুমতির ব্যাপারে তারা আশবাদী। অনুমতি না দিলেও তারা সমাবেশের চেষ্টা করবে বলে জানায় সূত্রটি