স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: কারাগারে আটক বিএনপির পাঁচ নেতাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন করে হয়রানি কিংবা গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে। এ আশঙ্কা থেকে তাদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। রিটের শুনানি শেষে আদালত রুল জারি করে এ আদেশ দেন।
আদালতে আসামী পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সহায়তা করেন আইনজীবী আনোয়ারুল
ইসলাম এবং এ কে এম এহসানুল রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৮ নভেম্বর স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এবং ২৫ ডিসেম্বর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।