১৮ দল সোমবার সমাবেশের অনুমতি পেয়েছে
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৯ ৭:১৪:২৮ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: নানা জল্পনা-কল্পনা ও বিভিন্ন নাটকীয়তা শেষে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার সমাবেশের অনুমতি পেয়েছে ।
বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশ সমাবেশ করার অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।