স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টি নেতা ও পল্লী উন্নয়ণ ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হরতাল নিষিদ্ধ করে আইন পাশ করার উদ্যোগ নেয়া হবে। কারণ হরতালের নামে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী কর্মকান্ড চালায়। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত ঘটছে।
রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা উন্নয়ন ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হরতালের নামে গাড়িতে আগুন দেয়া, মানুষ পুড়িয়ে মারা ও নৈরাজ্য সৃষ্টি বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।
মসিউর রহমান রাঙ্গা বলেন, হরতাল করা যেমন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার তেমনি হরতার পালন না করাও জনগণের গণতান্ত্রিক অধিকার। হরতালের নামে দেশে যা চলছে তা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।
রাঙ্গা বলেন, জাতীয় পার্টি সংসদে গঠণমূলক বিরোধী দল হিসেবে কাজ করবে। সরকারের ভালো কাজের প্রসংসা করবে আবার খারাপ কাজের বিরোধীতা করবে। শুধুমাত্র বেতন ভাতা বিদেশ ভ্রমণের জন্য সংসদে বিরোধী হিসেবে থাকবে না।