যশোর: ‘ছিনতাই’ হওয়া মোবাইল ফিরেয়ে আনতে গেলে যশোরের এক কলেজছাত্র তার সহপাঠীর হতে খুন হয়েছেন। রবিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম শরিফুল ইসলাম(২০)। বাড়ি যশোর সদর উপজেলায়। শরিফুল যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, রবিবার সকালে শরিফুলের সহপাঠী ওবায়দুর রহমান শরিফুলকে ‘পূর্বে নেওয়া’ একটি মোবাইল ফিরিয়ে দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে বসে শরিফুলকে কুপিয়ে জখম করেন ওবায়দুর। শরিফুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যান ঘাতক ওবায়দুর। পরে গুরুতর অবস্থায় শরিফুলকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। হাসপাতালে নেওয়ার কয়েক মিনিটের মধ্যে শরিফুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
যশোর সদর পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।