ঢাকা: লিবিয়া সীমান্তের বেন গার্ডেন শহরে বন্দুকধারীদের সঙ্গে তিউনেশিয়ান আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে ২৮ হামলাকারীসহ ১০ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন বলে খবরে বলা হয়েছে।
সোমবার (০৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, একটি সেনা ছাউনিতে এ হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় তারা ভারী অস্ত্রের পাশাপাশি রকেট-চালিত গ্রেনেডেরও বিস্ফোরণ করা হয়।
এ ঘটনায় ৭ জন বেসামরিক নাগরিকও নিহত হয় বলেও জানানো হয় খবরে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬