3দেশ প্রতিক্ষণ, ঢাকা : আর্থিক বছর শেষ হওয়ায় ক্রমেই চাঙ্গা হয়ে ওঠছে। যে কারণে বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল অধিকাংশ কোম্পানিরই দর বেড়েছে। এ ধারা অব্যহত থাকলে বাজারে স্থিতিশীলতা ফিরতে খুব বেশিদিন লাগবেনা। আজ এ খাতে ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টিরই দর বেড়েছ্। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংক খাতের কোম্পানিগুলো শিগগিরই তাদের সমাপ্ত বছরের হিসাব শেষে ডিভিডেন্ড প্রকাশ করবে। আর তাই বিনিয়োগকারীরা ভাল কিছুর প্রত্যাশায় এ খাতে আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতের শেয়ারের দাম কম থাকায় এবং পিই রেশিও বিনিগোপযোগী হওেয়ায় দেশি-বিদেশিসহ সকল বিনিয়োগকারী ব্যাংকিং খাতের শেয়ারে লেনদেনে অংশগ্রহণ করছেন। এছাড়া গত বছরের তুলনায় ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি ও খেলাপি ঋণ পুনঃতফসিল বেশি হওয়ার কারণে মুনাফা বেড়েছে। সঞ্চয়পত্রসহ সার্বিকভাবে ব্যাংকগুলোতে আমানতের সুদ হার কমেছে। তাছাড়া সামনেই এ খাতের কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডে ঘোষণা করবে। আর এর ফলে ভালো লাভের প্রত্যাশায় বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ারে ঝুঁকছেন।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে থাকা ৩০ কোম্পানির মধ্যে ব্রাক ব্যাংক বাদে সব ব্যাংকের শেয়ার দর বেড়েছে। আর সবচেয়ে বেশি বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। আজ রোববার ব্যাংকটির শেয়ার দর ১.৮০ টাকা বেড়েছে। এছাড়াও এবি ব্যাংকের ১.১০ টাকা, আল-আরাফাহ ব্যাংকের ০.৬০ টাকা, ব্যাংক এশিয়ার ০.৪০ টাকা, সিটি ব্যাংকের ০.৮০ টাকা, ঢাকা ব্যাংকের ০.৯০ টাকা, ইর্স্টাণ ব্যাংকের ০.৭০ টাকা, এক্সিম ব্যাংকের ০.৩০ টাকা, ফার্স্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংকের ০.১০ টাকা, আইএফআইসি ব্যাংকের ০.৫০ টাকা, ইসলামী ব্যাংকের ১.৪০ টাকা, যমুনা ব্যাংকের ১.৫০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ০.৪০ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.১০ টাকা, ন্যাশনাল ব্যাংকের ০.৯০ টাকা, এনসিসি ব্যাংকের ০.৩০ টাকা, ওয়ান ব্যাংকের ০.৬০ টাকা, প্রিমিয়াম ব্যাংকের ০.৩০ টাকা, প্রাইম ব্যাংকের ০.৫০ টাকা, পূবালী ব্যাংকের ০.২০ টাকা, রুপালী ব্যাংকের ১.৫০ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ০.৪০ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা, সাউথইস্ট ব্যাংকের ০.৩০ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.৭০ টাকা, ট্রাস্ট ব্যাংকের ০.৮০ টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ০.৮০ টাকা এবং উক্তরা ব্যাংকের ১.৭০ টাকা দর কমেছে।

এদিকে আজ শুধু ব্রাক ব্যাংকের শেয়ার দর কমেছে ১.১০ টাকা।