desco lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সমাপ্ত ২০১৬-১৭ হিসাব বছরের তৃতীয় এবং চতুর্থ প্রান্তিকে ব্যবসায় লোকসান হয়েছে। ফলে রিজার্ভ থেকে কোম্পানিটিকে লভ্যাংশ দিতে হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডেসকো ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ১৬) ৫২ কোটি ৬১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৩২ টাকা মুনাফা করে। কিন্তু তৃতীয় প্রান্তিকে ১৫ কোটি ৩৮ লাখ বা শেয়ারপ্রতি ০.৩৯ টাকা লোকসান করে। চতুর্থ প্রান্তিকে লোকসানের পরিমাণ আরও বাড়ে। এই প্রান্তিকে কোম্পানির ১৯ কোটি ৮৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৫০ টাকা লোকসান হয়েছে। বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়ায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা বা ইপিএস ০.৪৪ টাকা।

এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ ০.৪৪ টাকার ইপিএসের বিপরীতে ১০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে প্রতিটি শেয়ারে ০.৫৬ টাকা করে মোট ২২ কোটি ২৬ লাখ টাকার লভ্যাংশ রিজার্ভ থেকে দিতে হবে।

৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ১ হাজার ৬৭ কোটি ৩৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। আগের বছরগুলোতে মুনাফার তুলনায় কম লভ্যাংশ দিয়ে এ রিজার্ভ তৈরী করা হয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার তুলনায় লভ্যাংশ বেশি ঘোষণা করায় কিছুটা কমে আসবে। চলতি বছরের ৩০ জুন ডেসকোর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩৭.৭৮ টাকা। যা প্রতিটি শেয়ারে ০.৫৬ টাকা কমে দাড়াবে ৩৭.২২ টাকায়।