ব্লক মার্কেটে ৩ কোম্পানির লেনদেনের চমক
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি কমের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৮ কোটি ২০ লাখ ৩৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটি শেয়ার লেনেদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার টাকার।
এছাড়া, ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার টাকার, ফর্চুন সুজের ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকার, বিকন ফার্মার ৯৫ লাখ ১২ হাজার টাকার,
মেট্রো স্পিনিংয়ের ৭৫ লাখ ৮০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৫৫ লাখ ৩৬ হাজার টাকার, সিমটেক্সের ৫৪ লাখ ৪৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫৩ লাখ ৭১ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৪৪ লাখ ৬৩ হাজার টাকার, ওই ম্যাক্সের ৩৯ লাখ ৮০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৭ লাখ ৯৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৩৫ লাখ টাকার, বেঙ্গল উইন্ডসরের ৩৪ লাখ ৭৪ হাজার টাকার,
সোনালী পেপারের ২৬ লাখ ২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৪ লাখ ৮০ হাজার টাকার, আমরা টেকের ২২ লাখ ৬৪ হাজার টাকার, ফুওয়াং সিরামিকের ১৮ লাখ ৫০ হাজার টাকার, বিএসসিসিএলের ১৭ লাখ ৪০ হাজার টাকার, বিবিএসের ১৬ লাখ ৯২ হাজার টাকার, এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ১৮ হাজার টাকার, আলিফের ১৩ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১৩ লাখ ২১ হাজার টাকার,
ফার ইস্ট লাইফের ৯ লাখ ৬০ হাজার টাকার, সোনালী আঁশের ৯ লাখ ১৫ হাজার টাকার, তসরিফার ৭ লাখ ২৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭ লাখ ৭ হাজার টাকার, আইসিবি অগ্রাণী ফার্স্টের ৬ লাখ ৮৭ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৬ লাখ ৭৭ হাজার টাকার, কোহিনূরের ৬ লাখ ৬৪ হাজার টাকার, কাসেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৯০ হাজার টাকার,
রেনাটার ৫ লাখ ৫৮ হাজার টাকার, ফার কেমিক্যালের ৫ লাখ ৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।