দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ সিনহা সিকিউরিটিজের লেনদেন বন্ধ। এর আগে গত ১১ মে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সিনহা সিকিউরিটিজটির ডিপি সাসপেন্ড করেছে।

ওইদিন সিডিবিএলের ব্যবস্থাপক তোহাবিন হক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছিল। ওই চিঠিতে বলা হয়, রবিবার (১৪ মে) থেকে সিনহা সিকিউরিটিজের ডিপি সাসপেন্ড নির্দেশ কার্যকর হবে। সিডিবিএল ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সাসপেন্ড করায় দুই স্টক এক্সচেঞ্জে সিনহা সিকিউরিটিজের লেনদেন স্থগিত।

ব্রোকারেজ হাউজটির ডিপি অপারেশনের মেয়াদ ছিল গত ২৯ এপ্রিল পর্যন্ত। এরপর প্রতিষ্ঠানটি বিএসইসির কাছে ডিপি অপারেশনের লাইসেন্স নবায়নের জন‍্য আবেদন করে। কিন্তু বিএসইসি সিনহার লাইসেন্স নবায়ন করেনি।

ডিপি সাসপেন্ড প্রসঙ্গে সিনহা সিকিউরিটিজের ম্যানেজার (ফিন্যান্স ও হিসাব) তৌহিদুর রহমান মুঠোফোনে বলেন, আমি ছুটিতে আছি। তাই সিনহা সিকিউরিটিজের লেনদেন বন্ধ বিষয়ে বলতে পারবো না।