দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩ বারে ১ লাখ ৪২ হাজার ৫৯৬ টি শেয়ার লেনদেন করে।

যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে জেএমআই সিরিঞ্জের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬৯ বারে ১৭ লাখ ৭৯ হাজার ৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০০ বারে ৮ লাখ ৫৮ হাজার ৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কে অ্যান্ড কিউয়ের ৬.৮৫ শতাংশ, ইমাম বাটনের ৬.৮১ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬.৬২ শতাংশ, এস্কয়ার নিটের ৬.১২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.১০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.০৮ শতাংশ এবং স্যালভো কেমিক্যালের ৬.০৭ শতাংশ শেয়ার দর কমেছে।