দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৬৯১ বারে ২২ লাখ ৭৬ হাজার ২৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৮৩ বারে ২২ হাজার ৮৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৭৪৫ বারে ১২ লাখ ০৪ হাজার ৫৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বেস্ট হোল্ডিংসের ৯.৮৭ শতাংশ, রংপুর ডেইরির ৮.৫৭ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৮.২২ শতাংশ, ইজেনারেশনের ৭.৫১ শতাংশ, খান ব্রাদার্স পিপির ৭.২০ শতাংশ, উত্তরা ব্যাংকের ৬.৩২ শতাংশ এবং আমান ফিডের ৫.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।