দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। ফান্ডটি ১১৪ বারে ১৮ লাখ ০৬ হাজার ১৮৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮৪ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২ বারে ২ হাজার ৫৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৬৮ বারে ২ লাখ ৭৬ হাজার ৯৮৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: কর্ণফুলী ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, আমান কটন, পিপুলস ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।