দেশ প্রতিক্ষণ, ঢাকা: গ্রাহকের সুরক্ষাই আমাদের কাছে সবার আগে। ‘সবার জন্য বীমা’ লক্ষ্য পূরণে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এগিয়ে চলছে আরো সামনের দিকে। ফলে গ্রাহকদের কাছে আস্থার শীর্ষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। কারণ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক সেবার মান, দ্রুত ও স্বচ্ছ দাবি নিষ্পত্তি (ক্যাশলেস পদ্ধতিসহ), ডিজিটাল উদ্ভাবন এবং বৃহত্তর অংশীদারিত্বেও যেমন সিটি ব্যাংকের সাথে বাজারে আস্থার প্রতীক হয়ে উঠেছে, যা তাদের দ্রুত বর্ধনশীল ও গ্রাহক-কেন্দ্রিক একটি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছে, যেখানে গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলে কোম্পানিটি দাবী করছে।

এছাড়া মানুষের জীবন ও সম্পদ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য বিপদ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে গড়ে তোলে বিমা। নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের বিনিময়ে অপরপক্ষের নিশ্চয়তা ও ঝুঁকি গ্রহণ এবং ক্ষতিপূরণের অঙ্গীকারের মাধ্যমে বিমা করে থাকে মানুষ। দেশে এমন বিমা প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। তবে বিশ্বাসযোগ্য এবং আস্থাশীল বিমা প্রতিষ্ঠান রয়েছে হাতেগোণা কয়েকটি। এর মধ্যে দিন দিন গ্রাহকদের কাছে আস্থার শীর্ষে হয়ে উঠছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়া অপ্রত্যাশিত পরিস্থিতি ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সঞ্চয় এবং জীবন বীমা অপরিহার্য। আজকের দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক পরিবেশে শুধুমাত্র সঞ্চয়ই যথেষ্ট নয়; জীবন রক্ষার জন্য কার্যকর বীমা পলিসি থাকাও সমান গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তাদের ‘গার্ডিয়ান প্রবৃদ্ধি’ নামে একটি বীমা পলিসি বাজারে নিয়ে এসেছে, যা দীর্ঘমেয়াদি সঞ্চয় ও আর্থিক সুরক্ষার জন্য কার্যকর সমাধান হিসেবে পরিচিত।

গার্ডিয়ান প্রবৃদ্ধি পলিসির মাধ্যমে বীমাগ্রহীতাকে মেয়াদপূর্তিতে মূল বীমা অংক অর্জিত বোনাসসহ প্রদান করা হয়। মেয়াদপূর্তির আগে যদি বীমাগ্রহীতার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার নমিনিকে বা মনোনীত ব্যক্তিকে একইভাবে সম্পূর্ণ বীমা অংক এবং অর্জিত বোনাস প্রদান করা হয়। এই সুবিধা পরিবারের আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করে এবং অনিশ্চয়তার সময়ে সমর্থন দেয়।

পলিসিটির মেয়াদ ৫ থেকে ৫২ বছর পর্যন্ত, যেখানে ন্যূনতম বীমা অংক ধরা হয়েছে ১ লাখ টাকা। বীমা গ্রহীতার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং মেয়াদপূর্তিতে সর্বোচ্চ বয়স হতে পারে ৭০ বছর। প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এবং মাসিক পদ্ধতির সুবিধা রয়েছে।

পলিসির সঙ্গে এক বা একাধিক সহযোগী বীমা নেওয়া সম্ভব যেমন স্বাস্থ্য বীমা, গুরুতর অসুস্থতা বীমা, দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানী বীমা এবং দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ ক্ষতিপূরণ। এছাড়া পলিসি সমর্পণ মূল্য ও ঋণ সুবিধা, পেইড-আপ সুবিধা এবং আয়কর রেয়াত সুবিধাও বীমাগ্রহীতাকে আরও স্বাচ্ছন্দ্য প্রদান করে।

বীমা খাত সংশ্লিষ্টরা বলছেন, গার্ডিয়ান প্রবৃদ্ধি পলিসি শুধু সঞ্চয় নয়, জীবন রক্ষার জন্যও একটি কার্যকরী হাতিয়ার। এটি দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা ও পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।