গ্রামীণ ওয়ান: স্কিম টু এর প্রথম প্রান্তিকে ধস
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণ ওয়ান: স্কিম টু এর গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২১-২২ অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে রিয়ারাইজড গেইনসহ ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় ৫২ পয়সা হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৯ টাকা ৬ পয়সা। আর ক্রয় মূল্যে এনএভি ছিল ১০ টাকা ৩৪ পয়সা।